Siliguri, India
Ward 43
N/A
স্থানীয় মারোয়ারি ব্যবসায়ীদের সমাজসেবামূলক একটি প্রতিষ্ঠান।এখানে বিকলাঙ্গ লোকেদের বিভিন্ন সুযোগ সুবিধা ছাড়াও সরকারি টীকা করণ কর্মসূচির ক্যাম্প হয়ে থাকে। জায়গাটি একটু ভেতর দিকে মূল রাস্তা থেকে এবং পৌঁছানোটা একটু অসুবিধা হলেও স্থানীয় মানুষজন এর কাছে পরিচিত। কাছেই একটি চালু গ্যারেজ রয়েছে এবং এই জায়গাটির বিপরীত দিকে খোলা মাঠ জেটিতে আবর্জনা ইত্যাদি পড়ে থাকে দেখা গেল। গেট দিয়ে ঘেরা গোটা প্রতিষ্ঠানের ভিতরে বেশ অনেকটা খোলা জায়গা রয়েছে অ্যাম্বুলেন্স এবং একজন চৌকিদার ছিলেন যদিও খুব একটা জনসাধারণকে আশেপাশে দেখা যায়নি।
like
Deli
The best companies in the category 'Deli'