Chandpur, Bangladesh
Shahid Muktizoddha Road
N/A
This is a nice looking. It is a central shahid minar in chandpur.
like
"ভাষার জন্য দিয়েছে যারা প্রাণ, জানাই তাদের সহস্র প্রনাম" । ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে নির্মিত চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার । শহীদ মুক্তিযোদ্ধা সড়ককে উত্তর পাশে রেখে এর অবস্থান । পূর্বে সিএনজি স্টেশন, পশ্চিমে চাঁদপুর হকার্স মার্কেট এবং দক্ষিনে চাঁদপুর কোর্টস্টেশন । অবস্থানগত কারনে শহরের খুব ব্যস্ততম এলাকা । শহীদ দিবসের ফেব্রুয়ারী মাসে নানা কর্মসূচি থাকে এখানে । বইমেলা, বিজ্ঞানমেলা সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান শহীদ মিনার মাঠে আয়োজন হয় । যোগাযোগ ব্যবস্থায় এটা সুন্দর ও সহজ স্থান হিসেবে বিবেচিত ।
সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য শহীদ মুক্তিযোদ্ধা রোডে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। চারদিকে দেয়াল দিয়ে ঘেরা বিধায় ছিমছাম পরিবেশ। একুশের নির্ধারিত অনুষ্ঠানমালা ছাড়াও বইমেলা ও তথ্যমেলার আয়োজন করা হয় এ শহীদ মিনার চত্ত্বরে। চাঁদপুর পৌরসভা এটি তত্ত্বাবধানে রয়েছে।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।
Chandpur Shahid Minar.
Deli
The best companies in the category 'Deli'