Gangapur, India
Kashim Pur, Duttapukur
N/A
Dey's Nursery
like
Choose whn u don't have any othr choice
ভালো কালেকশন। বিশেষত সবজি চাষের চারা অনেক আছে, ভালো অর্কিড ও আছে, ক্যাকটাস ও বেশ। তবে ইন্ডোর প্লান্ট একটু কম সংখ্যক বর্ত্তমান এবং দামটাও বেশ চড়া। হ্যান, বিদেশি গাছ যেগুল একটা ট্রেডিশনাল নয়, তা সচারচর মেলে না। কি বলুনতো? নার্সারি গিয়ে গাছ না পেলে একটু তো মাথা ব্যথা হয়ই। হ্যান, কাস্টোমারের সাথে খুব খুব মিষ্টি ব্যবহার, তবে পরামর্শ একটু কম দেন।। মানে কিভাবে গাছ বাড়াতে হবে, ইত্যাদি ইত্যাদি। অনেক প্রশ্ন করলেই বলে। সাজেস্ট করেছিলাম, তুমি প্রতিটা গাছের ওপর আলাদা বই লেখো, দেন টাকায় বিক্রি কর, বাট কর। না হলে গাছ বাড়ি এনে বাড়াতে না পারলে, হেব্বি বাজে লাগে। বিশেষত নব্য বাগান যারা করছে, তাদের জন্যে তো বটেই... মোটের ওপর বেশ ভালো। ঘুরে আসুন, বাগান প্রেমিক রা, গোলাপের আলাদাই কালেকশন।
Deli
The best companies in the category 'Deli'